নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: নতুন বছরে হাম ও রুবেলা নির্মূলের উদ্দেশ্য নিয়ে ময়দানে নামতে চলেছে প্রশাসন। হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। কোনও শিশু থেকে কিশোর-কিশোরী বাদ না পড়ে সেইদিকে নজর রাখা হবে। আগামী ৯ জানুয়ারি থেকে হাম ও রুবেলার টিকাকরণের কাজ শুরু হচ্ছে। ১০০ শতাংশ টিকাকরণ নিশ্চিত করতে আগে থেকে ময়দানে নেমে পড়েছে প্রতিটি ব্লকের স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসন। এদিন ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কালিয়াচক-১ ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে কালিয়াচকের নজরুল ভবনে শিক্ষকদের নিয়ে বিভিন্ন দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত হাম ও রুবেলার টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের এই টিকাকরণ দেওয়া হবে। গোটা কালিয়াচকে ২৮ হাজার ৫৮৭ শিশু, কিশোর-কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
হাম ও রুবেলা ভাইরাস ঘটিত রোগ। হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। পরবর্তীতে হামের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে রুবেলা আক্রান্ত শিশুরা বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। এই দুটি রোগ নির্মূলকরন করতে স্বাস্থ্য দপ্তরের উদ্যেগে টিকাকরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কালিয়াচক-১ ব্লকের এই বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকরা হাজির ছিলেন। হাজির ছিলেন সংশ্লিষ্ট কালিয়াচকের বিএমওএইচ ডা: শুভজিত বিশ্বাস, চিকিৎসক, সৌমিত মন্ডল, সিনিয়র পিএইচএন মধুমিতা মন্ডল, ফাতেমা খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ ঘোষ সহ অন্যান্যরা প্রমুখ। জয়েন্ট বিডিও সোমনাথ ঘোষ বলেন, সকলে মিলে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। একটি সরকারী কার্যক্রম। এর বিভিন্নদিক, শিক্ষকদের করনীয় ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সকলের চেষ্টাই সকল শিশু কিশোর এই টীকা পেয়ে উপকৃত হবে আশাপ্রকাশ করেন। বিএমওএইচ ডা: শুভজিত বিশ্বাস জানান, ‘আমাদের প্রত্যেক বাচ্চা যাতে হাম ও রুবেলার টিকা পায়, সেই ভাবে আমরা এগোচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করাতে হবে। সেই হিসেবে এদিন শিক্ষা দপ্তরের কর্মী, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিকদের নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এই কর্মসূচির ফলে ব্লকের লক্ষাধিক শিশু পড়ুয়া কিশোর কিশোরী টীকা পেয়ে উপকৃত হবেন আশাপ্রকাশ করেন স্বাস্থ্য দপ্তর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct