আপনজন ডেস্ক: বিশ্বের সামজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অন্যতম। বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে যোগাযোগমাধ্যমটির সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডের। সাইবার নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৫০ কোটি হোয়াটসঅ্যাপ গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সেইসঙ্গে এই বিপুল পরিমাণ তথ্য ইতোমধ্যে অনলাইনে বিক্রি করছে হ্যাকাররা। সাইবার নিউজ বলছে, সাইবার অপরাধীরা ২০২২ সালের ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন। সেখানে ৮৪টি দেশের ফোন নম্বার রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, ইতালি এবং ভারত। হ্যাকাররা দাবি করেছে, তারা ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে বলে দাবি হ্যাকারদের। তবে হ্যাকাররা কীভাবে এসব তথ্য চুরি করেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct