নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়া জেলার চাপড়া বিধানসভা এলাকায় গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে আগে কর্মীসভা করল সিপিআইএম। ওই সভায় প্রধান অতিথি সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম চাঁচাছোলা ভাষায় শাসক দলকে আক্রমণ করেন। তিনি বলেন, মঞ্চ থেকে শীত বস্ত্র বিতরণ নিয়ে সরকারি আধিকারিকদের বলির পাঁঠা করা হচ্ছে। সেই সঙ্গে বিজেপি দেশে কুতুব মিনার সহ বিভিন্ন ধর্মীয় স্থানের তলায় কি আছে তা নিয়ে খুঁজতে ব্যস্ত। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ধর্ম ভেদাভেদ নিয়ে রাজনীতি করছে যাতে কোন মতেই মানুষের উন্নয়ন হোক সেটা চাইছে না। তারা চাইছে হিন্দু মুসলিম ভোটভাগাভাগি। তাই মানুষের মগজ ধোলাই করার জন্য আরএসএসকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার। তৃণমূল বিজেপি আঁতাতের কথা তুলে ধরেন সেলিম। চাপড়ায় সিপিএমের কর্মী সভায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকার কর্মী সমর্থকরা আসতে পুলিশের বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। তবে বহু মানুষ এতে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct