শ্রীনিধি-৪ (শায়েস্তে, আওয়াল, কাস্টেনেডা ২)। মহামেডান-৩ (নিকোলা,ফসলুু,ফাইয়াজ)।
মোস্তাফিজুর রহমান, হায়দ্রাবাদ, আপনজন: আবার সেই অ্যাওয়ে গেরো। ঘরের বাইরে গেলেই মুখ থুবড়ে পড়ছে মহামেডান। প্রথম দুটো অ্যাওয়ে হেরে,ঘরে দুটো জিতেছিল। বৃহস্পতিবার হায়দ্রাবাদে আবার একগন্ডা গোল হজম করলো সাদাকালো বাহিনী।শ্রীনিধি ডেকান এফসি’র ঘরের মাঠ ডেকান এরিনাতে হার ৩-৪ গোলে। এদিন কিন্তু মহামেডানকে দেখে মনে হয়নি হেরে যাবে! নিকোলার বিশ্বমানের দূরপাল্লার শটে এগিয়ে গিয়েছিল মহামেডান।এমনকি একটা সময় ৩-১ এগিয়েছিল। সেখান থেকে ৪-৩ গোলে হারাটাও কঠিন।আর সেই কঠিন কাজটাই অবলীলায় করে ফেললেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। লক্ষ্নীয় বিষয় হল, মহামেডান চারটের মধ্যে তিনটে গোলই হজম করলো সেটপিস মুভমেন্ট থেকে,অথচ মহামেডানে শেষ কয়েক বছরে একটা এমন খেলোয়াড় পাওয়া গেলো না,যে ফ্রিকিকগুলো তেকাঠিতে রাখবে। এরকম ইনকমপ্লিট দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা করাটা মহামেডান সমর্থকদের জন্য কতটা শোভনীয় তা সময়ই বলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct