আপনজন ডেস্ক: ১৫ বছর বা তার বেশি বয়সি মুসলিম মেয়েদের তাদের অভিভাবকদের কোনো হস্তক্ষেপ ছাড়াই তাদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকার রয়েছে। মুসলিম পার্সোনাল ল’-র কথা উল্লেখ করে বুধবার ঝাড়খণ্ড হাইকোর্টের এই রায় দিল। জানা গেছে, বিহারের নওয়াদার বাসিন্দা মহম্মদ সোনুর (২৪) বিরুদ্ধে জামশেদপুরের ঝাড়খণ্ডের জুগসাল্লাইয়ের ১৫ বছরের এক মুসলিম কিশোরীকে বিয়ের জন্য প্ররোচিত করার অভিযোগ আনা হয় মেয়েটির পরিবারের তরফে। সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মেয়েটির বাবা। সোনুর সঙ্গে বিয়ে দেওয়া হবে না বলে বাধা দেয় মুসলিম কিশোরীর পরিবার। দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করে ফৌজদারি কার্যক্রমকে চ্যালেঞ্জ করে এফআইআর বাতিল করতে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু। তাতে ঝাড়খণ্ড হাইকোর্ট জানিয়ে দেয়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী ১৫ বছর বয়সি মেয়ের বিয়ের ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না। তবে শুনানির সময় আদালতে ভোল পাল্টে মেয়েটির বাবা বলেন, তার মেয়ের জন্য ‘উপযুক্ত পাত্রের ব্যবস্থা’ হওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ। সেই জানিয়ে ওই ব্যক্তি বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে তিনি সোনুর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। এমনকী, ওই তরুণীর পরিবারের তরফে আইনজীবীও আদালতে জানান, দুই পরিবারই বিয়ের কথা মেনে নিয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি দ্বিবেদী সোনুর বিরুদ্ধে এফআইআর ও ফৌজদারি মামলা বাতিল করার নির্দেশ দেন। তারপর রায়ে বলেন, এক্ষেত্রে মেয়েটির বয়স ১৫ বছর হওয়া সে তার পছন্দের ব্যক্তিকে বিয়ে করার জন্য স্বাধীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct