আপনজন ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে শান্তিতে। নির্বাচিন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পড়েছে। ভারুচ জেলার ঝাঘড়িয়া বিধানসভার অধীনস্ত কেসার গ্রামের গ্রামবাসীরা বিভিন্ন সরকারি সুবিধার না পাওয়ার প্রতিবাদে নির্বাচন বয়কট করেন। নেতা ও কর্মকর্তাদের বোঝানো সত্ত্বেও একটি ভোটও পড়েনি। গুজরাতে প্রথম দফার নির্বাচনে মোট ৮৯টি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮৯জন বিজেপি বিধায়ক ও কংগেএসর বিধায়ক ৫৮জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct