আপনজন ডেস্ক: বর্তমান সময় নানান কারণে অনেকেরই বিয়ে টেকে না। দূরত্ব আসে, যে যার মতো জীবন বেছে নেয়। কিন্তু তাই বলে বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স!শুনে অনেকেই শিউরে উঠছেন। সবাই জানতে চাইছেন, এমন অভাবনীয় ঘটনা কোথায় ঘটেছে? আর সেই পাত্রী এত তাড়াতাড়ি ডিভোর্সের কাগজপত্র তৈরি করলেন কিভাবে? আসলে ঘটনাটি রিয়েল লাইফে নয়, এটি রিল লাইফে ঘটেছে। একটি হিন্দি ধারাবাহিকে। কালার্স টিভিতে এই ধারাবাহিকটি আসতে যাচ্ছে। তার প্রোমোতে দেখা গিয়েছে, বিয়ের আসরে উপস্থিত বর, বউ দুজনেই। ঘড়ির কাঁটা বলছে ৯টা বাজে। একে অন্যের গলায় মালা দেন। এরপর রাত ১১টা নাগাদ সাত পাকে বাঁধা পড়েন অগ্নিকে সাক্ষী রেখে। এরপর বারোটা ৯ মিনিটে সিঁদুর দান সম্পন্ন হয়।তাদের বিয়েও হয়। কিন্তু এরপর ঘড়ির কাঁটা ১২টা ২০ ছুঁতেই ঘটে গেল বিপত্তি।বিবাহ বিচ্ছেদ! হ্যাঁ, বিয়ের ১১ মিনিটের মধ্যেই ডিভোর্স। সিরিয়ালটির নাম 'অগ্নিসাক্ষী এক সমঝোতা'।এই ধারাবাহিকের প্রোমোতে বিয়ের মাত্র ১১ মিনিটের মধ্যেই নববধূর হাতে তাঁর স্বামী ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছেন। যা দেখে নেট পাড়ায় চলছে ট্রোল, হাসি মজা। কেউ কেউ আবার বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct