আপনজন ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের বেশির ভাগই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আর এই মেসেজিং প্লাটফর্মটির জনপ্রিয়তাকে পুঁজি করে কিছু ভুয়া হোয়াটসঅ্যাপ চালু হয়েছে। এই ভুয়া হোয়াটসঅ্যাপ আপনার মোবাইল থেকে তথ্য চুরি করছে। এ বিষয়ে সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভুয়া এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে বিপদের মুখে পড়তে পারেন। এই হোয়াটসঅ্যাপগুলো দেখতে আসল হোয়াটসঅ্যাপের মতো হয়। এটি আসল হোয়াটসঅ্যাপ থেকে বেশি সুবিধা দেওয়ার কথা বলে। তাই অনেকেই এই ভুয়া অ্যাপ মোবাইলে ইনস্টল করে ফেলে। এই অ্যাপগুলো নামালেই মোবাইল থেকে তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। দেখতে একরকম হওয়াতে ভুয়া এই অ্যাপগুলোতে ব্যবহারকারীরা অনায়াসে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট এতে ট্রান্সফার করে ফেলেন। যদিও এগুলি প্লে-স্টোরে পাওয়া যায় না। অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। এই রকম দুটি ভুয়া অ্যাপের নাম হোয়াটসঅ্যাপ প্লাস এবং জিবি হোয়াটসঅ্যাপ।নকল হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct