আপনজন ডেস্ক: ভিআইপিদের যাতায়াতের সময় সাধারণত গাড়ি আটকে দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়। যার ফলে নিত্য যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। তবে এবার থেকে ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ রাখা যাবে না বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভিআইপিদের জন্য উল্টো দিকের লেনেও কোনো গাড়ি আগে থেকে আটকানো যাবে না। একই নিয়ম প্রযোজ্য হবে খোদ মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কয়েকজন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এর আগে দেশের শীর্ষ আদালতে একটি নির্দেশিকাকে সামনে রেখে এই সংক্রান্ত একটি নির্দেশিকা দিয়েছিলেন রাজ্যের নিরাপত্তা-অধিকর্তা পীযূষ পাণ্ডে। এবার লালবাজারের সেই নির্দেশিকার কথা ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারাও।এর আগে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর গাড়ি যাবে বলে রাস্তায় অন্য গাড়ি আটকে থাকবে, এটা তিনি চান না। কারণ, তাতে সাধারণ মানুষের পথের ভোগান্তি আরও বাড়ে।যদিও পুলিশ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথার রেখে তাঁর যাতায়াতের সময়ে আগে থেকেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেন। তবে গত সপ্তাহে বাড়ি থেকে বিধানসভায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী দেখেন, রাস্তা পুরো ফাঁকা। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানে আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেটা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর এই নতুন নির্দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct