মনিরুজ্জামান, হিঙ্গলগঞ্জ, আপনজন: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার সামসেরনগরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, পরিষেবা প্রদানের পাশাপাশি পনেরো হাজার মানুষের জন্য শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্হল থেকে নিজে অনেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকায় বুধবার সব ধরনের পরিষেবা সম্পন্ন প্রদানের বার্তা দিয়েছিলেন।উল্লেখ্য, বুধবার সামসেরনগরের মাঠ থেকে যোগেশগঞ্জ, কালিতলা, সান্ডেরবিল, সাহেবখালি, রুপামারি, খুলনা, গোবিন্দঘাটি, হিঙ্গলগঞ্জ, দুলদুলি সহ বিভিন্ন অঞ্চলবাসীর জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থাপনায় প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দীর্ঘ সময় কাজের মধ্যে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, মঙ্গলবার এই মঞ্চ থেকে নতুন জেলা সুন্দরবন ঘোষণার পাশাপাশি বনবিবির মন্দিরকে ঘিরে পর্যটন শিল্পের উন্নয়ন করতে জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যাম্প করে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বিধায়ক নারায়ণ গোস্বামী,দেবেশ মন্ডল, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক সামা পারভিন,ইন্দ্রনীল ভট্টাচার্য, তাহেরুজ্জামান,মহকুমা শাসক সোমা সাউ, মৌসুম বাবু সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিডিও ও জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct