সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: কানে হেডফোন এবং সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত কতজনের প্রান অকালে ঝরে গেছে,তবু যুব সমাজের মধ্যে সচেতনতার অভাব বিদ্যমান।যারপরনাই বুধবার ফের তিন বন্ধু মিলে সেলফি তোলার সময় ডাম্পারের ধাক্কায় অঝোরে ঝড়েগেল এক তরতাজা যুবকের প্রান। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূম জেলার ইলামবাজার থেকে বোলপুর রাস্তার ধারে চৌপাহাড়ী জঙ্গলের মধ্যে।১৭ বছর বয়সী ঐ যুবকের নাম সেখ সুমন,বাড়ি ইলামবাজারের ভগবতী বাজার এলাকায়। বিবরণে প্রকাশ তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বোলপুর বেড়াতে যাবার উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে চৌপাহাড়ী জঙ্গলের রাস্তার ধারে তিনজন মিলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহুর্তে একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct