আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে চলচিত্র বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় পড়ুয়াদের “দ্যা টেলস অফ সুন্দরবন টাইগার উইডো” নামে একটি শর্ট-ফিল্ম দেখানো হয়। মুলতো সুন্দরবনে স্বামীদের হারিয়ে যে সকল মহিলা বিধবা হয়েছেন তাঁদের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এ ফিল্মটি তৈরি করা হয়েছে। এদিনের কর্মশালায় সত্যজিৎ রয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অধ্যাপক জিষ্ণু সেন জানান একটা সফল ফিল্ম তৈরি করতে গেলে কি কি গাইডলাইন অনুসরণ করতে হয় সে সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন। এছাড়া, উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালযয়ের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা গাজালা ইয়াসমিন, অধ্যাপিকা কাইফা আনসার লস্কর, অধ্যাপক মুহাম্মদ রিয়াজ ও মাস কমিউনিকেশনের ছাত্র-ছাত্রীবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct