মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমানের সবচেয়ে সৌন্দর্যমন্ডিত কারুকার্যপূর্ণ মসজিদ সোলাপুকুর মসজিদ। বর্ধমান রেলওয়ে ওভার ব্রিজের নিচে সোলা পুকুর মাদ্রাসা সংলগ্ন মসজিদ বর্ধমানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে । যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও বহু উন্নয়নমূলক কাজ করা হয়। স্থানীয় দুবরাজ দিঘি, সোলাপুকুর এলাকায় বিভিন্ন গরিব মেয়েদের বিবাহ থেকে শুরু করে মারা গেলে জানাজার ব্যবস্থা , অন্যান্য ভালো কাজে এই মসজিদ দৃষ্টান্ত স্থাপন করেছে । বর্ধমান রেলওয়ে স্টেশনের খুব কাছে হওয়ায় দূর দূরান্তের ট্রেন যাত্রীরা এই মসজিদে নামাজ পড়ে ট্রেন সফর করেন। ঐ মাদ্রাসা ও মসজিদের সম্পাদক হাজী হায়দার সাহেব বলেন সোলাপুকুর মাদ্রাসা ও মসজিদ বর্ধমানে এক উজ্জ্বল নিদর্শন রেখেছে । ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে এখানে সামাজিক উন্নয়ন মূলক কাজ করা হয় ।মসজিদের সামনে পুকুর ,ফুলের বাগান ও উল্টোদিকে এশিয়া মহাদেশের সব চেয়ে বড় রেলওয়ে ওভার ব্রীজ গোটা দেশের কাছে এই মসজিদ পরিচিতি পেয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct