নিজস্ব প্রতিবেদক, শামসেরগঞ্জ, আপনজন: কনকনে ঠান্ডায় গঙ্গা ভাঙন কবলিত অসহায় মানুষের পাশে অনাবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা ট্রাস্ট। বুধবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো সংস্থার পক্ষ থেকে। এদিন সামসেরগঞ্জের ধানঘরা, শিবপুর, কামালপুর, চাচন্ড, প্রতাপগঞ্জ, মহেশটোলা এলাকার বাসিন্দাদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়। কনকনে শীতের এই সময়ে শীতবস্ত্র পেয়ে খুশি ভাঙন অধ্যুষিত এলাকার বাসিন্দারা। এদিন শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানটি খুবই সৃশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেন শামিম, পলাশ সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। শীতবস্ত্র প্রদান শেষে সাংবাদিকদের পক্ষে রাজু আনসারী জানান, গঙ্গার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারিয়ে কার্যত অসহায়ত্বের জীবন অতিবাহিত করছেন এলাকার বাসিন্দারা। শীতের এই মরসুমে সহায়তা ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ মিলেছে। মোট ৫০০ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। সামান্য কিছু হলেও অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এদিকে কম্বল পাওয়ার পর ভাঙন এলাকার এক বিধবা মহিলা জানান, শীতের এই মরসুমে কষ্টের সময় কিছুটা হলেও আমাদের উপকার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct