এহসানুল হক, বসিরহাট, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনের সফরে এসেছিলে। সুন্দর বনের হিঙ্গলগঞ্জ জনসভার পরে বুধবার সারাটা দিন টাকি পর্যটন কেন্দ্রে ছিলেন। সকাল বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকির সৌন্দর্য উপভোগ করার জন্য জলপথে ভ্রমণ করেন, সুন্দরবনের বিভিন্ন জায়গা তিনি দেখেন। পাশাপাশি সীমান্তবর্তী বাংলাদেশকে খুব কাছ থেকেই উপভোগ করেন। এদিন জলেপথে যেতে যেতেই তাকে নাবিকের ভূমিকায় দেখা যায় নিজেই জলযান চালান। তারপর হাসনাবাদ থানার অন্তর্গত পাটলি খানপুর এলাকায় খাঁ পুকুর প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষকের ভূমিকায় দেখা যায় তাকে। এদিন বাচ্চাদের পড়ালেন। বাচ্চাদের বিভিন্ন মনীষীর ছবি নিয়ে জিজ্ঞাসা করলেন। তারপর তিনি বললেন, বাহ ভালো তো তোমরা তো ভালো পড়াশোনা কর। বাচ্চাদের হাতে তুলে দিলেন শীতের পোশাক এবং জামাকাপড়। এদিন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম চক্রবর্তী বললেন, এই প্রত্যন্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্কুলে আসবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ এসেছেন আমার বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন এটাই সবথেকে বড় আনন্দ। তারপরেই একটি ক্লাবের মাঠে বিভিন্ন মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। অবশেষে নিজে এলাকার মেয়েদের সাথে চাটাই বুনতে বসে পড়লেন। খেলেন টেংরা মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করা তরকারি দিয়ে ভাত । তারপর সোজা চলে আসেন তিনি টাকি গভারমেন্ট কলেজে। এদিন ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমরা মানুষের মত মানুষ হও , জীবনে কোনদিন লোভ করবে না। আমি মুখ্যমন্ত্রী হয়েও আমার কিছুই নেই।
এত অর্থ নিয়ে কি হবে, শেষ দিনেই খালি হাতে যেতে হবে। যতটুকু দরকার ততটুকুই বেশি কিছু লোভ ভালো নয়”। পাশাপাশি এদিন তিনি টাকি ষষ্ঠীমাধব বালিকা উচ্চ বিদ্যালয় যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ঘুরে দেখেন ,ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। প্রধান শিক্ষকের ঘরে গিয়েই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। স্কুলের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন ছাত্রদের হাতে পুতুল বিতরণ করেন। টাকি ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাকিতে আছেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে সমস্ত বিষয়ে আমরা নজর রেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন কোন অসুবিধা না হয়। আজ বিভিন্ন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী টাকি ভ্রমণ করলেন । আমাদের টাকি আজ ধন্য
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct