আপনজন ডেস্ক: ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি। বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মেলার থিম স্পেন। সল্টলেকের করুণাময়ীতে অনুষ্ঠিতব্য এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম যেহেতু স্পেন, তাই বইমেলা পরিদর্শনে কলকাতায় আসছেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এ ব্যাপারে জানান, বইমেলার লোগো এঁকেছেন শুভাপ্রসন্ন। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct