মনিরুজ্জামান, মধ্যমগ্রাম, আপনজন: পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তত্ত্বাবধানে সোমবার উত্তর ২৪ পরগনা জেলা খাদি মেলা ২০২২ এর শুভ সূচনা হয় মধ্যমগ্ৰাম সুভাষ ময়দানে। ২৮ নভেম্বর সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন রকমের শিল্পকর্ম বাজারজাত হচ্ছে তার ফলে উপকৃত হচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ।১১ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা এই খাদি মেলায় অগণিত মানুষ হাজির হবেন বলে আশা করছেন আয়োজক কমিটি।এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি তথা বিধায়ক কল্লোল খাঁ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বীণা মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মুখ্য নির্বাহী আধিকারিক সুমিতা বাগচী,মধ্যমগ্ৰাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, জেলা আধিকারিক তপন জ্যোতি দাস সহ বিভিন্ন স্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct