সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নদী থেকে বালি তোলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বাঁকুড়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বালি তুলে সংসার চালানো মানুষ। সোমবার সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জীর নেতৃত্বে তারা সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন। বালি তোলার সঙ্গে যুক্ত মানুষের তরফে বলা হয়েছে, নদী থেকে ভ্যান অথবা গোরুর গাড়িতে বালি তুলে তা বিক্রি করে আমরা সংসার চালাই। আর এই প্রথা আজকের নয়, বংশপরম্পরায় এই কাজ করে আসছি। কিন্তু বর্তমানে ঐ কাজেও সরকারীভাবে বাধা দেওয়া হচ্ছে। সি.আই.টি.ইউ নেতা প্রতীপ মুখার্জী বলেন, শহরে একশো দিনের কাজ নেই, গ্রামেও ঐ কাজ বন্ধ। মানুষের রুটি রুজির সংস্থান করতে হিমশিম অবস্থা। যদিও বিষ্ণুপুর মহকুমা প্রশাসন বালি তোলার অনুমতি দিয়েছে। প্রয়োজনে রয়েলটি দিয়েও বাঁকুড়ার নদী গুলি থেকে সাধারণ গরীব মানুষকে বালি তোলার অনুমতি দেওয়া হোক বলে তিনি দাবি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct