সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পঞ্চায়েত নির্বাচন দুয়ারের কাছে চলে এসেছে তাই সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে সেই মতো প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী তার নিজের গড় মুর্শিদাবাদ জেলার মাটিতে আগের কংগ্রেসের জোয়ার নিয়ে আসতে মাঠে নেমে পড়েছেন নেতা কর্মীদের নিয়ে। সোমবার দুপুরে ডোমকল জনকল্যাণ মাঠে অধীরের উপস্থিতে বিশাল জনসভার আয়োজন করে ডোমকল ব্লক কংগ্রেস। জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রাক্তন জেলা সভাধিপতি মোশারফ হোসেন মধু রাজ্যের শাসক দলকে একাধিক ভাষায় আক্রমণ করে বলেন, পুলিশ ছাড়া তৃণমূলের কোনো ক্ষমতা নেয়, আর সেই পুলিশ দিয়ে ডোমকলের একাধিক ভালো মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে তৃণমূল। একই ভাষায় রাণীনগর এক নং প্রাক্তন পঞ্চায়েত সমেতির সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতি আমিনুল হাসান বাপি বলেন, কংগ্রেস থেকে যখন তৃণমূলে যায় তখন ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সৎ একজন নেত্রী। কিন্তু এখন পাল্টেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর কেন্দ্র ও রাজ্য সরকারকে সমানভাবে আক্রমণ করে বলেন, বিজেপি আর তৃণমূল আলাদা কিছু নয়। বিজেপি চায় কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল চায় কংগ্রেস ছাড়া জোট করতে। দুজনের ভাষা একই। ডোমকলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আক্রান্ত হওয়ার ঘটনায় তৃণমূলের ভাগাভাগির বিষয়টা তুলে ধরে বলেন এরা এখন ভাগে কম পড়তেই নিজেদের মধ্যে মারধর করছে। এটা সবে মাত্র শুরু আরো অনেক বাকি। তৃণমূলের নেতা খুন, প্রধানের বাড়িতে বোম আবার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আক্রান্ত হচ্ছে। এদিনের জনসভায় ছিলেন প্রাক্তন বিধায়িকা ফিরোজা বেগম,প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার,ব্লক সভাপতি রবিউল ইসলাম সহ জেলা ও ব্লক নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct