আপনজন ডেস্ক: রাশিয়ার নতুন পদক্ষেপ নিয়ে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ সংকট সহ্য করতে সবাইকে সদা প্রস্তুত থাকার অনুরোধ জানান তিনি। আল-জাজিরার খবরে বলা হয়, তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছায় কিয়েভে বরফপড়া শুরু হয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ, পানি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ প্রায় শেষ করেছেন কর্মীরা। তবে উচ্চ চাহিদার কারণে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং চালানো হচ্ছে। কিয়েভে ও এর আশেপাশের অঞ্চলগুলোর লাখো বাসিন্দা রুশ বিমান হামলার কারণে সৃষ্ট জরুরি সেবার সরবরাহ বিপর্যয়ের মোকাবিলা করছেন। জেলেনস্কি তার নিয়মিত রাত্রিকালীন বক্তব্যে বলেন, আমরা অনুধাবন করছি, সন্ত্রাসীরা আরো নতুন হামলার পরিকল্পনা করছে। যতক্ষণ তাদের হাতে ক্ষেপণাস্ত্র রয়েছে, দুর্ভাগ্যজনকভাবে, তারা শান্ত হবে না। জেলেনস্কি জানান, আগামী সপ্তাহ এর আগের সপ্তাহের মতোই কঠিন হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct