আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সচল আগ্নেয়গিরি মাউনা লোয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে সতর্কতা জারি করেছে দেশটির ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের ভলকানিক অ্যাকটিভিটি সার্ভিস জানায়, অগ্ন্যুৎপাতের কারণে নিসৃত লাভা আগ্নেয়গিরির উপরের দিকেই (সামিট অ্যারিয়া) আছে এবং এর আশপাশে যেসব বসতি আছে সেগুলো ঝুঁকিতে নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct