আপনজন ডেস্ক: যারা নিয়মিত পড়েন, তাঁদের মধ্যেও অনেকে ফজরের জামাতে শরিক হতে পারেন না। অলসতা ছাড়াও এর অন্যতম কারণ যথাসময়ে ঘুম থেকে জাগ্রত হতে না পারা। ফজরের নামাজের জন্য জেগে ওঠার প্রধান কৌশল হলো আল্লাহর বড়ত্ব ও মহত্ত্ব সম্পর্কে জানা। আপনি যদি জানেন, আপনি কার ইবাদত করছেন; আর এ-ও জানেন যে তাঁর নির্দেশ হলো, আপনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তার ইবাদত করবেন, তাহলে আপনি জেগে উঠবেনই! তবে ফজরের সময় ঘুম না ভাঙলে সতর্কতামূলক অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমাতে যায়। কিন্তু এতে অনেক সময় অ্যালার্ম বন্ধ করে ‘আরেকটু চোখ বন্ধ করে রাখা’র মানসিকতার কারণে নামাজ কাজা হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct