সাইফুল লস্কর, কলকাতা, আপনজন: মহাকাশ বিজ্ঞান গবেষণার সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং আইসিএআরডির উদ্যোগে পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহেদি কালামের তত্ত্বাবধানে আলিয়ার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সহযোগিতায় বিজ্ঞান সেমিনারটি অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমেরিটাস এবং আইইউসিএএ পুনের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক নরেশ দাধিচ সহ ছাত্রছাত্রী ও অতিথিবৃন্দ। অধ্যাপক দাধিচ-এর মহাকাশ বিজ্ঞান নিয়ে বক্তৃতা সকলের মনোযোগ আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষ পর্ব মূল আকর্ষণ ছিল বিজ্ঞান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব। ড. অধ্যাপক ডক্টর মেহেদি কালাম বলেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে সেমিনারে ছাত্র-ছাত্রীদের প্রবল আগ্রহ আগামী দিনে আলিয়ার উচ্চশিক্ষাকে ত্বরান্বিত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct