এহসানুল হক, বসিরহাট, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই জেলা সফর শুরু করেছেন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে তিনি প্রশাসনিক বৈঠক এবং জনসভা করেছিলেন। সেখান থেকেই ঘোষণা করেছিলেন বসিরহাট এবং সুন্দরবন জেলা হবে।এবার আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জের সামসের নগর কালীতলা এলাকায় আসছেন। বেলা দুটো নাগাদ এই জনসভা শুরু হবে বলে জানা গিয়েছে। এদিন উচ্চপদস্থ আধিকারিকরা শেষবারের মতো নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে আসেন। পাশাপাশি তিনি বনবিবি থানে পুজো দেবেন বলে এমনটাই খবর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকি পৌরসভার টাকি পর্যটন কেন্দ্রে আসবেন। সেখানে একরাত থাকবেন বলে এমনটাই খবর প্রকাশ হয়েছে। সেই নিয়ে টাকি পৌরসভার পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে, রাস্তার কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রং করা হচ্ছে। যে গেস্ট হাউসে থাকবেন চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। যেহেতু পাশেই রয়েছে সীমান্তবর্তী বাংলাদেশ সেই কারণেই কড়া নিরাপত্তা। দিনরাত এক করে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে গোটা এলাকাটা তল্লাশি চালানো হচ্ছে। এদিন টাকি চেয়ারম্যান সোমনাথ মুখার্জী এবং ভাইস চেয়ারম্যান ফারুক গাজী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকিতে আসছেন আমরা খুবই আনন্দিত। এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি বলেন, টাকিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুবই আনন্দিত। টাকি এবং বসিরহাটের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যদি আমাদের বলার সুযোগ দেন তাহলে অবশ্যই তার সামনে কথা রাখব। এদিন টাকি টাউন প্রেসিডেন্ট প্রদ্যুৎ দাস জানান, মুখ্যমন্ত্রী আসছেন তার ব্যক্তিগত সফর। তিনি কি আলোচনা করবেন আমরা ততটা ওয়াকিবহাল নয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকিতে আসছেন এটা আমরা খুশি দলের তরফ থেকে সংবর্ধনা জানানো হবে। টাকি পৌরসভার তরফ থেকে সমস্ত কাজ আমরা গুছিয়ে ফেলেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct