নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ জারি করলো।রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প চালাতে কোনও আইনের বাধা নেই। কাজেই এই প্রকল্প যেমন চলছিল তেমনই চলবে। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মেয়াদের সরকারে এসে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন।তার আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলায় কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, ‘দুয়ার রেশন’ প্রকল্প বেআইনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তাতে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গত বিধানসভার নির্বাচনে ‘দুয়ারে রেশন’ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি, ‘দোকানে গিয়ে আর রেশন নিতে হবে না মানুষকে। রেশন পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়’। কিন্তু পরে দেখা যায়, এই প্রকল্প নিয়ে অনেক অভিযোগ আসছে। গত বছর আগস্ট মাসে রেশন ডিলারদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তাদের দাবি, ‘এভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না’। এই ব্যবস্থাকে কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জানান ডিলাররা। সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ ‘দুয়ারে রেশন’কে বেআইনি বলে রায় দেন। তারপরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এদিন শীর্ষ আদালতের রায়ে ফের স্বস্তি ফিরল বলেই মনে করা হচ্ছে। গত ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, ‘এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে’। সেই থেকে শুরু হয় এই প্রকল্প। এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রেশন ডিলারদের একাংশ। সেই মামলাতেই এই প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। তবে সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ জারি করল। এতে স্বস্তি পেল রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct