আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ তুলে ২০২০ সালের মার্চ মাস থেকে দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতের সদর দফতর তালাবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ। করোনা দেশ থেকে প্রায় বিদায় নিলেও সেই বিধিনিষেধ এখনও বজায় রাখার আর্জি জানিয়েছিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সেই আর্জি প্রত্যাখ্যান করে দিল্লি হাইকোর্ট সোমবার দিল্লি পুলিশকে নিজামুদ্দিনের তবলিগি মার্কাজের চাবি মৌলানা মুহাম্মদ সাদের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে আদালত রমজান মাসে মসজিদের পাঁচ তলায় নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো গত মে মাসে উচ্চ আদালত মসজিদ কমিটিকে রমজান মাসের পরেও জনসাধারণের প্রবেশের অনুমতি দেয়। প্রার্থনা করায় ছিল সীমাবদ্ধতা। তবে ওই ভবনে থাকা মাদ্রাসা ও হোস্টেল এখনও বন্ধ রাখা হয়েছে। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জসমিত সিং বলেন, যার কাছ থেকে চাবি নেওয়া হয়েছে, তার হাতেই চাবি তুলে দিতে হবে। তিনি দিল্লি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনি কোনও একজনের কাছ থেকে তবলিগি মার্কাজের দখল নিয়েছেন। আপনি সেই ব্যক্তির কাছে সম্পত্তি ফিরিয়ে দিন। দিল্লি পুলিশের যুক্তি ছিল যে মূল মালিক সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসেননি। এতে বলা হয়, দিল্লি ওয়াকফ আইনের অধীনে, মুতাওয়াল্লিকে এগিয়ে আসতে হবে, দিল্লি ওয়াকফ বোর্ড নয় যারা আবেদনকারী। পুলিশকে প্রশ্ন করে আদালত বলে, মার্কাজ কি আপনার দখলে আছে? আপনি কোন ক্ষমতাতে দখল নিয়েছেন? মহামারি আইনে এফআইআর দায়ের করা হলেও তা এখন শেষ হয়ে গেছে। মহামারি আইনের অধীনে এফআইআর দায়ের করে যাদের থেকে সম্পত্তি দখলে নেওয়া হয়েছিল, তাদেরকে কি দখল ফিরে পেতে মামলা দায়ের করতে হবে? যখন পুলিশবলে যে সম্পত্তির মালিককে এগিয়ে আসতে হবে, তখন আদালত মারকাজ ম্যানেজমেন্টকে পুলিশের কাছে যেতে বলে। তারপর আদালত দিল্লি পুলিশকে বলে, আপনি চাবিগুলি হস্তান্তর করুন যে কোনও শর্তে। এক প্রশ্নের জবাবে পুলিশ জানায়, মাওলানা সাদের কাছ থেকে ‘দখল’ নেওয়া হয়েছে। তবে তিনি পলাতক ছিলেন বলে দাবি করা হয়েছে। মারকাজ পরিচালনার প্রতিনিধিত্বকারী কৌঁসুলি বলেন, সাদ নিজামুদ্দিনেই রয়েছেন পলাতক নন এবং পুলিশের সামনে হাজির হবেন।
উচ্চ আদালত পুলিশকে প্রশ্ন করার পরে, দিল্লি পুলিশের প্রতিনিধিত্বকারী কৌঁসুলি বলেন, বন্ডের মাধ্যমে তার কাছে সম্পত্তি হস্তান্তর করতে তাদের কোনও আপত্তি নেই। আদালত আরও বলেছে, এই উদ্দেশ্যে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোভিড -১৯ নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে ২০২০ সালে দায়ের করা একটি মামলায় ২০২১ সালে দিল্লি ওয়াকফ বোর্ড আর্জিতে মসজিদ বাঙ্গালি ওয়ালি, মাদ্রাসা কাশিফ-উল-উলুম এবং সংযুক্ত হোস্টেলে জনসাধারণের প্রবেশের উপর আরোপিত বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে। পুলিশ সম্প্রতি এই মামলায় একটি আবেদন দায়ের করেছিল, যাতে ওয়াকফ বোর্ড এবং বাঙ্গালওয়ালি মসজিদের ব্যবস্থাপনাকে বাস্তি নিজামুদ্দিনে অবস্থিত মসজিদ নির্মাণের জন্য অনুমোদিত জমির মালিকানা এবং বিল্ডিং প্ল্যান সম্পর্কিত বিশদ বিবরণ উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়। আবেদনে ডেপুটি কমিশনার অফ পুলিশ রোহিত মিনা আদালতকে দিল্লি ওয়াকফ বোর্ড এবং মসজিদ ম্যানেজমেন্টকে বাংলাওয়ালি মসজিদ সম্পর্কিত অনুমোদনের পরিকল্পনার অনুলিপি উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়ার জন্যও বলেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct