আপনজন ডেস্ক: জিতলেই শেষ ষোলোর টিকিট পাওয়া যাবে, এমন সমীকরণে দাঁড়িয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম। কিন্তু তাদের খেলায় কোনো ধার দেখা গেল না। প্রথমার্ধে মরক্কোর একটা গোল বাতিল হয়েছিল ভার-এর সাহায্যে। দ্বিতীয়ার্ধে নিষ্ঠুরভাবে তার প্রতিশোধ নিল মরক্কো। ৭৩তম মিনিটে আবদেলহামিদ সাবেরি এবং যোগ করার সময়ের ৯২ মিনিটে জাকারিয়া আবুখলালের গোলে তারা বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছে।
আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল বেলজিয়াম। ৭০ শতাংশ বল দখলে রাখার রেকর্ড গড়েও তারা গোল করতে পারেনি। বরং মরক্কো একবার বেলজিয়ামের জালে বল পাঠিয়ে দিয়েছিল। ডি বক্সের ডান পাশ থেকে নেওয়া জিয়েশের ফ্রি কিক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে চলে যায়। পরে ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুলেছিল। ৬৮মিনিটে বদলি হিসেবে নামেন ফরোয়ার্ড আবদেলহামিদ সাবিরি। পাঁচ মিনিট পরই তিনি ফ্রি কিক থেকে এগিয়ে দেন মরক্কোকে। ঠিক প্রথমার্ধে অফসাইডে বাতিল হওয়া গোলটির মতোই ছিল এটা।
গোল খেয়ে বেলজিয়ামের আক্রমণ আরও বেড়ে যায়। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জিয়েশের ক্রস থেকে বেলজিয়ামের জালে আবারও বল পাঠিয়ে দেন জাকারিয়া আবুখলাল! হতাশায় পোড়ে বেলজিয়াম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct