আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম-এর সভাপতি সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, তিনি সারা দেশের মুসলিম সম্প্রদায়কে বদনাম করেছেন এবং নরেন্দ্র মোদীর সমস্ত রেকর্ড ভাঙতে চান। দিল্লির পুর নির্বাচনের আগে দিল্লির সীলমপুরে মিম প্রার্থীদের পক্ষে প্রচার সভায় ওয়াইসি বলেন, কেজরিওয়াল রাজধানীতে দাঙ্গার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং শাহিন বাগে নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন।
ওয়াইসি বলেন, মানুষ যখন কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছে, অক্সিজেন ও হাসপাতালের বেডের জন্য লড়াই করছে, তখন দিল্লির মুখ্যমন্ত্রী বিষ উগরে দিয়ে বলেন, তবলিগ জামাতের কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তিনি তবলিগ জামাতকে হেয় প্রতিপন্ন করেছেন। দিল্লিতে কোভিড কেসের তালিকায় একটি কলাম ছিল যেখানে তবলিগ জামাতের সদস্যদের সুপার-স্প্রেডার হিসাবে উল্লেখ করা হয়েছিল। এতে পুরো দেশ মুসলমানদের নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে। এতে ঘৃণা বেড়ে যায় এবং অনেক মানুষ আক্রান্ত হয়। দিল্লির মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী বলে অভিযোগ করেন ওয়াইসি। সমাবেশে ওয়াইসি আরও বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি আধ ঘণ্টার মধ্যে শাহিন বাগে (সিএএ বিরোধী) বিক্ষোভকারীদের সরিয়ে দিতেন।
তার দলের এক ব্যক্তি, যিনি পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি ‘গোলি মারোঁ...’ স্লোগান দিয়েছিলেন বলে ওয়াইসির দাবি। এ নিয়ে ওয়াইসি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী তবলিগ জামাতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে নয়। এটাই তার আসল চেহারা। তাই তিনি ২০১৩ সালের নরেন্দ্র মোদি এবং মোদির সমস্ত রেকর্ড ভাঙতে চান। দিল্লিতে দাঙ্গায় ঘরবাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করার কেজরিওয়াল “অদৃশ্য” হয়ে যান। সেময় দিল্লির মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যায়নি বলে তার অভিযোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct