সুব্রত রায়, কলকাতা: সৌজন্যতার মোড়কে যে সখ্যতা শুরু হয়েছে তার নির্যাস এবার ছড়াতে চলেছে আন্তর্জাতিক মহলেও। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিদেশের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন ও তিনি যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সফরের অনুমতি দিচ্ছিল না মোদি সরকার। কিন্তু এবার সম্ভবত সেই ছবি বদলাতে চলেছে। মমতার বিদেশ সফর নিয়ে আর কাঁটা বিছোতে চায় না মোদি সরকার। আগামী বছরের প্রথমদিকে বাংলার মুখ্যমন্ত্রীর জার্মানীতে যাওয়ার কথা রয়েছে। রাজ্য সরকারের একটি প্রকল্পের জন্য সেখানে রাজ্যের হয়ে পুরষ্কার নেওয়ার কথা আছে তাঁর। সম্ভবত সেই সফরের ছাড়পত্র খুব সহজেই দিয়ে দেবে নরেন্দ্র মোদির সরকার। শুধু তাই নয়, সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, আগামী বছর ইউরোপে একটি শিল্প সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরে বাংলার মুখ্যমন্ত্রীও সম্ভবত তাঁর সফর সঙ্গী হচ্ছেন।গত কয়েক বছর ধরেই রাজ্যের একাধিক প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়িত হওয়ায় বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে শুধু যে প্রভূত উন্নতি সাধন ঘটেছে তাই নয়, তা নজর কেড়েছে দেশবিদেশের নানা মহলেরও। তার জেরে দেশের মধ্যে রাজ্যের একাধিক প্রকল্প যেমন দেশের সেরা হওয়ার তকমা পেয়েছে তেমনি আন্তর্জাতিক স্তর থেকেও ওই সব প্রকল্প রীতিমত পুরষ্কার জিতে নিয়েছে। কার্যত বাংলার ছবিটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমূল বদলে দিতে পেরেছে সেটা আন্তর্জাতিক মহলও এখন স্বীকার করেন। এই বদলে দেওয়ার কথা শুনতে আর বদলে দেওয়ার কারিগরকে সম্মান জানাতে বিদেশ থেকে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা প্রতিটি ক্ষেত্রেই সেই সব ডাকে সাড়াও দিতে চেয়েছিলেন।
কিন্তু প্রতিবারই সেই সফরের অনুমতি দেয়নি মোদি সরকার। এমনকি তা নিয়ে বঙ্গ বিজেপির নেতারা বার বার প্রশ্ন তুলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য কাজ না করে বিদেশে দলবল নিয়ে ঘুরতে যাবেন কেন? ওই সব ঘটনার জন্য কেন্দ্র-রাজ্য সম্পর্কও খারাপ হয়েছে। দেশের ভাবমূর্তিও খারাপ হয়েছে আন্তর্জাতিক স্তরে। এবার এই ছবিটাই আমূল বদলাতে বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। বঙ্গ বিজেপির নেতারা বাংলায় তাঁদের মৌখিক লড়াই চালিয়ে গেলেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সুসম্পর্ক ফের তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে তা সম্ভবত আর ধাক্কা খাবে না। মোদি-মমতার রসায়ন এখন সুসম্পর্কের দিকেই এগোবে বলে দেশের রাজনীতিবিদরাও মনে করছেন। আর সেই সূত্রেই তাদের ধারণা মোদি সরকারও সম্ভবত মমতার বিদেশ সফর নিয়ে আর কাঁটা বিছিয়ে দেবে না। আগামী বছর জার্মানি যাওয়ার জন্য মমতাকে ছাড়পত্র দেবে মোদি সরকার, সাউথ ব্লক সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে ইউরোপে একটি শিল্পসম্মেলনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশের শিল্পপতিদের তিনি সেখানে আমন্ত্রণ জানাবেন ভারতে বিনিয়োগের জন্য। সেই সফরে বাংলার মুখ্যমন্ত্রীকে নিজের সফরসঙ্গী করতে পারেন প্রধানমন্ত্রী। বাংলার বুকেও যাতে বৃহৎ বিদেশী শিল্প বিনিয়োগ আসে তার জন্য মমতাকে সঙ্গে নিতে পারেন মোদি। প্রধানমন্ত্রী সেখানে দেশের কথা বলবেন, আর মুখ্যমন্ত্রী বাংলার কথা বলবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct