আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সংখ্যালঘুদের পড়াশোনার জন্য ‘ঐক্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে রের্কড সংখ্যক বৃত্তি প্রদান করে নজির সৃষ্টি করেছে। সেই উজ্জ্বল কৃতিত্বের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে ঐক্যশ্রী প্রকল্প ‘গোল্ড স্কচ’ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারা যাতে বৃত্তি পায় তার জন্য দুয়ারে সরকারেও ‘ঐক্যশ্রী’ প্রকল্পের ফর্ম পূরণের ব্যবস্থা করেছেন। বিগত বর্ষে সব মিলিয়ে ৪২ লক্ষেরও বেশি সংখ্যালঘুকে বৃত্তি প্রদান করা হয়েছিল। মূলত ২০২২-২৩ বর্ষে প্রিম্যাট্রিক স্কলারশিপের জন্য এই ‘ঐক্যশ্রী’ প্রকল্পে ফর্ম পূরণের আবেদনের তারিখও বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে।
ঠিক সেই সময় কেন্দ্রীয় বৃত্তির জন্য আবেদন করার ওয়েবসাইট https://scholarships.gov.in/-এ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২০২২-২৩ বর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়াকে আর বৃত্তি দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী দেশের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে আসছে। তাই, ন্যায়বিচার, ক্ষমতায়ন মন্ত্রক ও আদিবাসী বিষয়ক মন্ত্রকের আওতাভুক্ত প্রিম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পে শুধুমাত্র নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা বৃত্তি পেয়ে থাকে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনুরূপভাবে ২০২২-২৩ বর্ষ থেকে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অধীনে থাকা প্রিম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পে ২০২২-২৩ বর্ষ থেকে শুধুমাত্র নবম ও দশম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়ারা বৃত্তি পাবে। তাই সংখ্যালঘু পড়ুয়াদের নবম-দশমের ফর্ম যাচাইয়ের জন্য বলা হয়েছে নোডাল অফিসারদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct