বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: আগামী ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংস্থা সিপিডিআর হাওড়া ময়দানে বিভিন্ন দাবি নিয়ে জনসভা করবে। সেই উপক্ষে এদিন সি,পি,ডি, আর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নুর নবী শেখ বাসুল ডাঙ্গায় নিজ এক সংবাদিক সম্মেলন করেন। সঙ্গে ছিলেন সাংগঠনিক জেলা কমিটির সম্পাদিকা মেনকা মণ্ডল, ও জেলা কমিটির সদস্য আরেফে।
নুর নবী শেখ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সহ তিনি বলেন গণতান্ত্রিক,মৌলিক,সাংবিধানিক ও মানবাধিকার এর স্বার্থে সিপিডিআর। তাদের দাবি হলো, ১)অন্য,বস্ত্র,বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এর ন্যায্য অধিকার দিতে হবে,২)দিকে দিকে নারীদের প্রতি অসভ্য আচরণ ও অত্যাচার বন্ধ করতে হবে ৩)ভারত বর্ষে সমস্ত রাজ্যে মানবাধিকার কমিশন ও আদালত চালু, কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে ৪)প্রশাসন কে ন্যায্য সঠিক ভাবে পদক্ষেপ নিতে হবে, ৫)বাজারে নিত্র প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া,নির্ধারিত ভাবে দাম সঠিক মূল্যে বেঁধে দিতে হবে,এছাড়াও একাধিক দাবি নিয়ে আলোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct