নিজস্ব প্রতিবেদক, নদিয়া: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করে তিনটি থানা এলাকার মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল রানাঘাট পুলিশ জেলা। মোবাইল ফোন হাতে পেয়ে খুশি প্রত্যেকেই। শুক্রবার শান্তিপুর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়, মোবাইল ফোন মালিকদের হাতে। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও বেশিরভাগ মোবাইল ফোন মালিকদের হাতে মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার কে কান্নান।
তবে শান্তিপুর থানার এস আই প্রভাস সাহা, তাহেরপুর থানার এস আই তারিফ আজিজ, এবং রানাঘাট থানার এস আই জামিল সেখ তাদের অক্লান্ত পরিশ্রমে প্রায় এক বছরের মধ্যে মোবাইল ফোন গুলি উদ্ধার করতে সক্ষম হয়। এরপরে মোবাইল ফোন মালিকদের উদ্ধারের বার্তা পৌঁছে দেওয়া হয়। আজ আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো মালিকদের হাতে। রানাঘাট পুলিস জেলার পুলিশ সুপার কে কান্নান জানিয়েছেন, রানাঘাট পুলিশ জেলা সব সময় মানুষের পাশে আছে থাকবে। মানুষ যদি প্রশাসনকে সহযোগিতা করে তাহলে আগামী দিনে পুলিশ জেলা আরো ভালো কাজ করে দেখাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct