আজিম শেখ, রামপুরহাট: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে রাস্তায় নেমেছে সব দল। গ্রামীণ ভোটব্যাংক পুনরুদ্ধারে বীরভূমের পথে নেমেছে বামেরাও। পঞ্চায়েত ভোটের আগে একশো দিনের কাজ নিয়ে আন্দোলনে ফিরতে চায় বামেরা। সেই লক্ষ্যেই বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে হয় গেল খেতমজুর ইউনিয়নের সম্মেলন। কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে ৩য় খেতমজুর সম্মেলন।
এই এক দিনের সম্মেলনের সমাবেশ হয় কাষ্ঠগড়া নিজ পাটি অফিসে। শুক্রবার জনগনের উদ্দেশ্যে পঞ্চায়েত গড়ার ও গরীব মানুষদের ১০০ দিনের কাজ আদায় করা সহ খেতমজুরদের বিভিন্ন দাবিতে সোচ্চার হন ক্ষেতমজুর জেলা সম্পাদক জুরান বাগদি, ব্লক কমিটির সম্পাদক জীবন লেট, আরো উপস্থিত ছিলেন রামপুরহাট এরিয়া কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিক, জেলা সম্পাদকমন্ডলী সদস্য সঞ্জীব বর্মন, এছাড়াও লোকাল এরিয়া কমিটির উপস্থিত সদস্য আব্দুল আলিম ,তাহের আনসারি ,কালি কুমার ভান্ডারী,সম্রাট শেখ,জুয়েল শেখ,হিরু শেখ,স্বপন কুমার পাল,জনা মুর্মু ও মহিলা নেতৃত্বের কণিকা সরেন সহ আরো অনেকে।
নভেম্বর মাসে সারা রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি চলছে বামেদের। এই সম্মেলনে বলেন “আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে প্রকাশ্যে নিয়ে এসেছি। প্রধান সদস্য সবাইকে কাজের হিসাব দিতে হবে। কত পেলে? আর কত খেলে? হিসাব দাও। হজম করতে পারবে না। ঢেঁকুর তুলতেই হবে নইলে বমি করতে হবে।”
দলীয় পতাকা উত্তোলনের পরেই মিছিল নিয়ে এলাকা ঘোরেন পরে শুরু হয় নিজ পার্টি অফিসে তাদের সম্মেলন কর্মসূচি ও বিভিন্ন ধরনের আলোচনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct