সেখ মহম্মদ ইমরান, কেশপুর: ফের শুট আউটের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরে। ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে শুট আউট দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে খড়গপুর ৬০ নম্বর জাতীয় সড়কের জকপুর এলাকায়। জানা গেছে, উড়িষ্যা থেকে কয়লা বোঝায় লরির চালক হাফিজুল হক ও খালাসি সেখ নাজমুন সাকিন জকপুর এলাকায় ব্রিজের নীচে বৃহস্পতিবার গভীর রাতে প্রাতঃকৃত সারতে নামেন। সেই সময় বাইকে করে দুই যুবক হাজির হয়ে লরির চালককে ভয় দেখিয়ে ছয় হাজার টাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নেয়। বাধা দিলে লরির খালাসি নাজমুন সাকিন (২২)। তখনই দুষ্কৃতীরা নাজমুন সাকিনকে লক্ষ্য করে দু তিন রাউন্ড গুলি ছোড়ে। নাজমুনের বাড়ি কেশপুরের মুগবসান গ্রামে।
ঘটনা ঘটার পর আহত অবস্থায় প্রথমে খালাসি নাজমুন সাকিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে রোগীর অবস্থা আশঙ্কা জনক অবস্থায় আছে। চালক হাফিজুল হককে মেদিনীপুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক হাফিজুল হকের গা ঘেঁষে গুলো যাওয়ায় আঘাত গুরুতর হয়নি বলে জানা গেছে। খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct