মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর: গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে আমজনতার কাছে প্রশ্ন! পঞ্চায়েতে কত পেলে? কত খেলে? হিসাব চাই,হিসাব দাও। এমন দাবি নিয়ে রাজ্যের প্রতিটি বুথে বুথে সি পি আই এমের পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ পদযাত্রা। শুক্রবার বিকেলে লোহাপুর এরিয়া কমিটির পক্ষ থেকে ভগলদীঘি, বিড়োলচৌকি, কাঁটাগড়িয়া সহ এলাকার মোট ন’টি বুথে আয়োজিত হয় পদযাত্রা।
হাতে ফেস্টুন নিয়ে সি পি আই এমের নেতা কর্মীরা মিছিলে আরও আওয়াজ তোলেন- কাজ চাই ,শিক্ষা চাই। ফসলের দাম চায়, বাঁচার মতো মজুরি চাই। দুর্নীতিমুক্ত বাংলা চায়। ধর্মে ধর্মে বিভেদ নয়, ঐক্য চাই।স্বচ্ছ পরিচ্ছন্ন পঞ্চায়েত চাই। লুটেরাদের উচ্ছেদ করো। মানুষের পঞ্চায়েত গড়ো। এমন দাবি নিয়ে এদিন মিছিলে পা মিলিয়ে ছিলেন সারা ভারত কৃষক সভার সম্পাদক খায়রুল হাসান, সিটুর বীরভূম জেলা কমিটির সম্পাদক আব্দুস সালাম,বর্ষীয়ান নেতা সেখ বদিউজ্জামান এবং ডিএফআইয়ের সম্পাদক আব্দুস সামিম সহ অন্যান্য নেতা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct