সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে হিমঘর নির্মাণ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় সরব হলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বিধায়ক কৃষি মন্ত্রীর কাছে জানতে চান হিমঘর নির্মাণ বিষয়ে। অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী অরুপ রায়ের কাছে প্রশ্ন করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিধানসভার ভিতরে এবং বাইরে এর আগেও কৃষি প্রধান ভাঙড়ে হিমঘর নির্মাণ নিয়ে সরব হন তিনি।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ‘সবজি ভান্ডার’ হিসাবে খ্যাত ভাঙড় বিধানসভা এলাকা। অথচ এখানে কোনো হিমঘর নেই। হিমঘর নির্মাণ হলে ভাঙড়ের কয়েক হাজার কৃষক বন্ধু উপকৃত হবেন। কৃষক বন্ধুরা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অন্নদাতারা চান দ্রুত হিমঘর নির্মাণ কাজ শুরু হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct