আপনজন ডেস্ক: প্রথমবারের মতো ধর্মঘটে নামছেন যুক্তরাজ্যের নার্সরা। অর্থনৈতিক সংকটের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ প্রয়োগ করে কয়েক হাজার ব্রিটিশ নার্স ধর্মঘটে যাবে। বাড়তি বেতনের দাবিতেই তারা এই পথ বেছে নিয়েছে। আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘটে প্রথমবারের মতো শামিল হবে তারা। আরো অনেক খাতের কর্মীরাও ধর্মঘটে অংশ নেবে বলে জানা যায়। রয়্যাল কলেজ অব নার্সিংয়ের (আরসিএন) পক্ষ থেকে জানানো হয়, সরকার তাদের দাবি মানেনি। এদিকে মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে, তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছেন।
আরসিএনের সাধারণ সম্পাদক প্যাট কুলেন জানিয়েছেন, ‘নার্সিংয়ের কর্মীরা দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করছেন, কর্মক্ষেত্রে তাঁরা নিরাপদ নন। তাঁরা আর এসব সহ্য করতে রাজি নন। ’ কুলেন আরো জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিক আলোচনায় রাজি হয়নি। দুই সপ্তাহ আগে তাঁরা ঘোষণা দিয়েছিলেন, দাবি না মানলে ধর্মঘটে যেতে বাধ্য হবেন তাঁরা। কিন্তু দুই সপ্তাহ কেটে যাওয়ায় তাঁরা এই পথ বেছে নিয়েছেন। ধর্মঘটে অংশ নেবেন ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নার্সরা। স্কটল্যান্ড থাকছে না এই ধর্মঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct