আপনজন ডেস্ক: রাশিয়ানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে মস্কো। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দুটির মূল কম্পানি মেটাকে রাশিয়ার চরমপন্থা বিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত করেছে রুশ বিচার মন্ত্রণালয়। মস্কোর একটি আদালত প্ল্যাটফর্ম দুটির ব্যবহার বন্ধের অনুমোদনও দিয়েছেন। এর আগে রুশ কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন, সংস্থাটি ‘রুশ নাগরিকদের প্রতি আক্রমণাত্মক মন্তব্যের’ অনুমতি দিচ্ছে।
যার প্রেক্ষিতে মার্চ মাসে মেটাকে ‘চরমপন্থী’ কার্যকলাপে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়। ফেব্রুয়ারী মাসের শেষের দিকে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই রুশ কর্তৃপক্ষ এবং মেটার মধ্যে বিরোধ প্রকাশ পায়। রুশ মিডিয়া নিয়ন্ত্রক রোসকোমনাডজোরসহ রাশিয়ান কর্মকর্তারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তারা মেটার সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে বলেছে ‘রাশিয়ান আক্রমণকারীদের মৃত্যু’ বা এ রকম মন্তব্য সাধারণত রাশিয়ার নিয়ম লঙ্ঘন করে। মেটার একজন আইনি প্রতিনিধি সেই সময় আদালতে যুক্তি দিয়েছিলেন, সংস্থাটি এখনও তাদের প্ল্যাটফর্মে সাধারণ রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে সহিংস মন্তব্য করার অনুমতি দিচ্ছে না। এদিকে মেটার মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা পরিষেবা হোয়াটসঅ্যাপ রাশিয়ায় আইনিভাবে কাজ চালিয়ে যাচ্ছে, কারণ এটি ‘জনসাধারণের তথ্যের প্রচার’ এর সঙ্গে জড়িত নয়। সূত্র : আরটি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct