আপনজন ডেস্ক: শুক্রবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারের সময় খেদা জেলার মাহুদায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০০২ সালের দাঙ্গার কথা মনে করিয়ে দেন। এক জনসভায় শাহ বললেন, ২০০২ সালে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে তারপর থেকে এখন গুজরাতে শান্তির আবহ বর্তমান। শাহের অভিযোগ, ২০০২ সালের আগে যখন গুজরাতে যখন কংগ্রেস সরকার ছিল, তখন অসামাজিক উপাদান বেশি ছিল। বিভিন্ন সম্প্রদায় একে অপরের বিরুদ্ধে লড়াই করতে প্ররোচিত করত। কিন্তু ২০০২ সালে, আমরা এমন একটি শিক্ষা (দাঙ্গা) দিয়েছিলাম যে তারা সহিংসতা করতে ভুলে গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct