সুব্রত রায়, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রাজ্য বিধানসভা ভবনে কার্যত সৌজন্যের ছবি। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে আরও দুই বিজেপি নেতানেত্রী মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল। তবে শুধুই চা-পান। ৩৪ বছরের গদি হারিয়ে বামেরাও এসেছিলেন নবান্নে মমতার কাছে। খেয়ে গিয়েছিলেন চা আর ফিশফ্রাই। বিজেপির নেতারা এলেন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে এমন একটা সময়ে যখন তৃণমূলের সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের সম্পর্ক ভিন্ন খাতে বইতে শুরু করে দিয়েছে। একের পর এক প্রকল্পের বকেয়া টাকা বাংলায় পাঠাচ্ছে কেন্দ্র। সৌজন্যের চা-চক্র কী শুধুই সেখানে বাড়তি উষ্ণতা, নাকি বঙ্গ রাজনীতি বহিতে চলিছে ভিন্ন খাতে। তবে বঙ্গ বিজেপিতে আপাতত শুধুই তীব্র উৎকণ্ঠা! শুভেন্দুর ঘর ওয়াপসি হচ্ছে নাকি? প্রশ্ন ঘুরছে সেখানে মুখে মুখে। ঘটনার সূত্রপাত শুক্রবার বিধানসভা ভবনে। সংবিধান দিবস উপলক্ষে রাজ্যেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের কক্ষে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান মমতা নিজেই। মমতা বললেন, শুভেন্দুকে ভাইয়ের মতো স্নেহ করতাম।
মিনিট চারেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাকে বিরোধী দলনেতা হিসেবে ডেকে পাঠিয়েছিলেন। আমাকে একাই ডেকেছিলেন। কিন্তু তিন জন বিধয়াককে সঙ্গে নিয়ে সৌজন্য বজায় রেখেছি। মুখ্যমন্ত্রী চাইলে সৌজন্যের রাজনীতি চলবে। উভয়ের মধ্যে কাজের পরিবেশ তৈরি হোক। সেই বিরল ঘটনার সাক্ষী রইল বিধানসভা। এই প্রথম বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী গেলেন মুখ্যমন্ত্রীর ঘরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct