আপনজন ডেস্ক: তাইসিরু মুসত্বলাহিল হাদিস গ্রন্থের লেখক ড. মাহমুদ ত্বহান ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৮৭ বছর বয়সে ইন্তিকাল করেন। তিনি বর্তমান বিশ্বের অন্যতম হানাফি আলেম ও খ্যাতিমান মুহাদ্দিস হিসেবে পরিচিত ছিলেন। শাইখ ড. মাহমুদ ত্বহহান এর জন্ম ১৯৩৫। তার রচিত গ্রন্থ “তাইসীরু মুসত্বলাহিল হাদীস” ও “উসুলুত তাখরীজ ওয়া দিরাসাতিল আসানীদ” তালিবুল ইলমদের নিকট প্রসিদ্ধ দুটি গ্রন্থ। কুয়েত ইউনিভার্সিটিসহ বিশ্বের অনেক বড় বড় জায়গায় হাদিস ও উলুমুল হাদিসের খেদমত করেছেন তিনি। তিনি ১৯৩৫ সালে আলেপ্পোর আল-বাব জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে মানবিজে, তারপর আলেপ্পোতে চলে যান। একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। তার পিতা ছিলেন হাজে আহমদ আল-তাহান।
তিনি আলেপ্পোতে শরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৫৬ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে যোগদান করেন। ১৯৬০ সালে স্নাতক হন। তিনি বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তিনি আলেপ্পোতে তিন স্ত্রী ও তার দুই ছেলে রেখে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct