আপনজন ডেস্ক: সৌদি আরবে ভারী বর্ষণ ও বজ্রপাতে সড়কে বন্যার সৃষ্টি হয়েছে। ফলে সড়কে থাকা গাড়িগুলো ভেসে যাচ্ছে। এরইমধ্যে বন্যা কবলিত এলাকায় স্কুল বন্ধ করা হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মক্কা অঞ্চলের জেদ্দা, রাবিগ ও খুলাইসে প্রাইভেট ও আন্তর্জাতিক স্কুলগুলোকে বন্ধ করা হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া সেন্টারের বজ্রপাতের পূর্বাভাস অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে সৌদি আরবের দুটি বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার তারিখ জানানো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct