আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে নির্বাচন কমিশনকে চিঠি লিখে গুজরাটে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাওয়া ‘বিদেশী নাগরিকদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গুজরাত বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা একটি সরকারি ভিডিওর মাধ্যমে এটি প্রকাশ্যে এসেছে, যেখানে কিছু বিদেশি নাগরিককে দলের পতাকা গায় দিয়ে বিজেপির পক্ষে প্রচার করতে দেখা গেছে। সেই ভিডিওতে বলতেদেখা যাচ্ছে, গুজরাতের জনগণের কীভাবে বিজেপিকে ভোট দেওয়া উচিত তার জন্য তারা আর্জি জানাচ্ছেন। সেই ভিডিওর কথা উল্লেখ করে সাকেত গোখলে নির্বাচন কমিশনের কাছে তার অভিযোগে লিখেছেন।
তিনি আরও বলেন, ‘এটি ভারতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সমতুল্য এবং এটি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এবং ভারতের ভিসা আইনের সম্পূর্ণ লঙ্ঘন। গুজরাত বিজেপির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বিদেশি বংশোদ্ভূত কয়েকজন ব্যক্তি বিজেপির হয়ে শুধু প্রচার করেননি, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করছেন। তবে বিজেপির টুইট করা ভিডিওতে রাশিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিজেপি জানায়নি তারা কোন দেশের নাগরিক।। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, এর ফলে বিজেপি কেবল নির্বাচনী আইনগুলি গুরুতর লঙ্ঘনই করছে না, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের পক্ষে মদত ও সমর্থন করছে। গোখলে তার চিঠিতে আরও বলেন, ‘ভারতের নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে এই অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। সেই সঙ্গে গুজরাতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারকে (এফআরআরও) একটি রাজনৈতিক দলের হয়ে প্রচারণারত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে যাতে জরুরি পদক্ষেপ যাতে নেয় তারও অভিযোগ করেন।