আপনজন ডেস্ক: এনআরসিকে মাথায় রেখে সম্প্রতি জমির পাট্টা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘এখন ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। ৫ ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে। এনআরসি-এর নাম করে আপনাদের ভোটার তালিকা থেকে নাম কেটে না দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সশরীরে সংশোধনী কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তুলে আসুন। দেখে আসুন, আপনার নাম সেই তালিকাতে আছে কি না? সতর্ক না হলে কোনোদিন হয়তো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। দেখবেন, অনেক সময় আপনার নাম ঠিক থাকবে। কিন্তু আপনার স্বামী কিংবা বাবার নাম ভুল হবে। অসমে দেখেছেন, কত লাখ মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়েছিল। আরেকটা পরিকল্পনা শুরু হয়েছে, তাই আপনাদের বলবো, নিজেরা নিজেদের নাম তুলুন। না হলে আগামীকাল হয়তো বলে দিতে পারে যে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। যদিও এসব আমরা করতে দেব না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভোটার তালিকায় নামটা তুলবেন।’ভারতে অসম একমাত্র রাজ্য যেখানে এনআরসি চালু আছে। দুই বছর আগে উত্তর-পূর্ব রাজ্য আসামে এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন ১৯ লাখ মানুষ। কেন্দ্রীয় সরকার চাইছে, পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করতে। যদিও প্রথম থেকেই তার প্রবল বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct