আপনজন ডেস্ক: অবশেষে চাঁদে ঘর বানানোর স্বপ্ন সত্যি হতে চলেছে মানুষের। আগামী ৮ বছরের মধ্যে চাঁদের মাটিতে ঘর-বাড়ি বানিয়ে মানুষের বাসযোগ্য করে তোলার কথা জানিয়ে দিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা)। সম্প্রতি চাঁদে সফলভাবে আর্টেমিস-১ মহাকাশযান নামিয়েছে নাসা। সেই ওরিয়ন চন্দ্রযান অভিযানের অন্যতম কারিগর হোয়ার্ড হু সাক্ষাৎকারে বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস শুরু করতে পারবে মানুষ। আমরা চন্দ্রপৃষ্ঠে লোক পাঠাব। তাঁরা ওখানে থাকবেন। ওখানে থেকে বৈজ্ঞানিক গবেষণা করবেন।’সম্প্রতি সফল ভাবে চাঁদে অবতরণ করে চন্দ্রযানটি। এ বার তাতে কোনও মানুষ পাঠানো হয়নি। এ বারের উৎক্ষেপণের লক্ষ্য ছিল, চাঁদের সফল ভাবে যানটি পৌঁছে ও ফিরে আসতে সক্ষম কিনা তা দেখার। হু-এর আশা, পরের বারে এটি মহাকাশচারীদের নিয়ে যেতে সক্ষম হবে। ১৯৭২ সালে শেষ বার চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ। নাসার পরিকল্পনা অনুযায়ী, ওই চন্দ্রযানের পরবর্তী অভিযানে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখবেন বিজ্ঞানীরা। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে জলের খোঁজ চালাবেন তাঁরা। সেই অভিযান সফল হলে পরবর্তী গন্তব্য হবে মঙ্গলগ্রহ। তার আগে চাঁদে খনিজের খোঁজ আর গবেষণা চালিয়ে সেখানে মানুষের পাকাপাকি থাকার বন্দোবস্ত করবেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct