আপনজন ডেস্ক: বার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি’র। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে দুজসে শহরের কাছে। তবে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলেও প্রবল কম্পন অনুভূত হয়। প্রথমটির প্রায় ২০ মিনিট পর আরেকটি ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct