সুব্রত রায়, কলকাতা, আপনজন: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বামেদের বিধানসভা অভিযান। আর এই অভিযানে সামিল হতে পৌর সংস্থা থেকে মিছিল করল বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন।এদিন কলকাতা পৌর সংস্থায় ধর্মতলার মিছিলে শামিল হতে জমায়েত করা হয়। এখেন থেকে মিছিলে সামিল হন বামপন্থী কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তাদের মূলত দাবি যে দীর্ঘদিন ধরেই তারা মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে শ্রমিক কর্মচারী দের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করলেন কে এম সি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুতোষ সরকার। অন্যদিকে বামপন্থী ইঞ্জিনিয়ার দের সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহা জানান যে সরকারের চাইছেই না যে তারা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা ও ন্যায্য অধিকার কে দেবে। তাই বারবার কোর্টের আশ্রয় নিয়ে মহার্ঘ্য ভাতা আটকানোর চেষ্টা করছে। কিন্তু সরকারি কর্মচারীরা তাদের অধিকার কে আন্দোলনের মধ্যে দিয়ে আদায় করবে বলে জানালেন মানস সিনহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct