আপনজন ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মহারাষ্ট্রে ভারত জোড় যাত্রার আরও ভাল পরিকল্লুনার জন্য রাজ্য কংগ্রেসকে এ গ্রেড দিলেন। বুধবার তিনি বলেন. এই যাত্রা মহারাষ্ট্রের মানুষের পূর্ণ সমর্থন পেয়েছে। এই ৪ দিনের ভারত জোড়ো যাত্রায় আমি মহারাষ্ট্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এখন আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার ভ্রমণ করব এবং তারপরে আমরা আমাদের যাত্রা আরও চালিয়ে যাব। শ্রীনগরে তেরঙ্গা উত্তোলন করব। বুধবার মহারাষ্ট্র সফর শেষে রাহুল গান্ধী এ নিয়ে বললেন, আমাদের এই ভারত জোড়া যাত্রা দেশে ছড়িয়ে থাকা ঘৃণা, হিংসা ও ভয়ের বিরুদ্ধে। বুধবার মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা। এদিন মধ্যপ্রদেশের বুরহানপুরে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন.বিজেপি সরকার জনগণের মধ্যে ভীতি তৈরি করছে। কৃষকরা কৃষিপণ্যের ন্যাধ্য দাম পাচ্ছেন না। একই সঙ্গে ফসল বিমা ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের ভয় দেখানো হচ্ছে। মনরেগায় কাজ না দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি বলেন, কৃষক. শ্রমিক ও নারীদের মন থেকে এ্রই ভয় দূর করতে হবে। রাহুল বলেছিলেন ষে ভারত জোড়ো যাত্রা মানুষকে এই ভয় থেকে মুক্ত করার জন্য করা হচ্ছে। অনুষ্ঠান চলাকালীন রাহুল গান্ধী রুদ্র নামে একটি ছেলের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, যেসে বড় হয়ে কী হতে চায়। উত্তর দেয়, ে একজন ডাক্তার হতে চায়
এ বিষয়ে রাহুল গান্ধী বলেন. এই পাঁচ বছরের রুদ্র ডাক্তার হতে চায়। এ জন্য তিনি স্বপ্ন দেখেছেন। ডাক্তার হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কিন্তু রূদ্রের স্বপ্ন আজকের ভারতে পূরণ হবে না বলে রুদ্রের মতো অনেকেরই। রাহুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি হয়ে গেছে। লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হয়। কিন্তু এত কিছুর পরও তরুণরা ডাক্তার হয় না। জীবিকা নির্বাহের জন্য তাকে অন্য কিছু করতে হবে। দেশের পুরো যন্ত্রপাতি চার-পাঁচজন শিল্পপতির হাতে। আমাদের সবাইকে একসঙ্গে এই অন্যায় বন্ধ করতে হবে। রাহুল গান্ধী বলেন. যখন ইউপিএ সরকার ছিল তখন গ্যাস সিলিন্ডার ছিল ৪০০ টাকা. আজ ১২০০টাকা। পেট্রোল প্রতি লিটার ছিল ৬০ টাকা। এখন প্রতি লিটার ১০৭ টাকা হয়েছে। তিনি প্রশ্ন করেন, এত টাকা কার পকেটে যাচ্ছে? রাহুল ঠাট্টা করে বলেন.আমরা “মন কি বাত’নিয়ে কথা বলি না, কিন্তু মানুষের মন কি বাত, শুনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct