আপনজন ডেস্ক: প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোস বুধবার কলকাতার রাজভবনে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজাপাল হিসাবে শপথ গ্রহণ করলেন। রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবান্তব তাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের রাজ্য চেয়ারম্যান বিমান বসুও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে যোগ দেননি। আনন্দ বোস কেরল ক্যাডারের ১৯৭৭ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে তাকে মনোনীত করেন। তিনি লা গণেশের স্থলাভিষিক্ত হলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct