কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং, আপনজন: সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সরদার পাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনায় গুরুতর জখম হয়েছে ক্যানিং থানার এক এসআই,ও দুজন সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে সরদার পাড়ার বাসিন্দা সুব্রত সরদার তার নাবালক ছেলের বিয়ের আয়োজন করেছিলেন ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের পূর্বহাতামারীর এক নাবালিকার সাথে। সোমবার রাতে বিয়ের আয়োজন ছিল জাঁকজমক পূর্ণ। এমন খবর গোপন সূত্রে পৌঁছায় ক্যানিং থানার পুলিশের কাছে। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য তৎপরতার সাথে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাতের অন্ধকারে বিয়ে বাড়িতে পুলিশ পৌঁছালে পুলিশকে সামনে পেয়ে বেধড়ক মারধর করে বিয়ে বাড়ির লোকজন। ঘটনাস্থলে আক্রান্ত হয় ক্যানিং থানার এক এসআই ও দুই সিভিক ভলেন্টিয়ার। অন্যান্য পুলিশ কর্মীরা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct